শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদ উপলক্ষে ঢাবি এলাকাজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

DU

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল অফিস ও শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিনিধিদের এক যৌথ সভার সিদ্ধান্তে এই নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। 


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ জুন) ঢাবির জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে প্রক্টরিয়াল মোবাইল সিকিউরিটি টিমের সঙ্গে প্রতিটি পয়েন্টে দুজন করে অস্ত্রধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রবেশপথগুলো হচ্ছে- শাহবাগ, নীলক্ষেত, পলাশী, দোয়েল চত্বর, উদয়ন এবং অফিসার টাওয়ার।

এছাড়া সেনাবাহিনীর সহযোগিতায় ক্যাম্পাস এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হবে। সেনা সদর দফতরের সামরিক অপারেশন অধিদফতরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় বিভিন্ন আবাসিক হলের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। নিরাপত্তার স্বার্থে আগামী ১৪ জুন পর্যন্ত শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেট বন্ধ থাকবে।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সকল বাহিনীর সহযোগিতায় ঈদুল আজহার ছুটিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শান্তিপূর্ণ ও নিরাপদ থাকবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর