হাওড়, দ্বীপ ও চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ ভাতা পাবেন আগামী জুলাই মাস থেকে। গত ২৪ মে এ ভাতা পুনরায় চালু করার ঘোষণা এসেছে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে, যার অনুলিপি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
সুবিধার আওতাভুক্ত সম্ভাব্য এলাকাগুলো হলো সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালীর হাওড়-চর এলাকা।
বিজ্ঞাপন
অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে হাওড়, দ্বীপ ও চর এলাকার স্থায়ী বাসিন্দাদের নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন ভাতা না পাওয়ার পূর্বশর্তটিও বাতিল করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টার নির্দেশ এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া এ ভাতা পুনরায় চালু হওয়ায় এসব দুর্গম অঞ্চলে শিক্ষক নিয়োগ এবং ধরে রাখা অনেক সহজ হবে। নতুন শিক্ষকরাও সেখানে কাজ করতে আগ্রহী হবেন বলে মনে করা হচ্ছে।
এএসএল/এএস

