মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বোনাস বাড়ানো না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি এমপিওভুক্ত কর্মচারীদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

S
মাউশির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত কর্মচারীরা।

উৎসব ভাতা (বোনাস) বাড়ানোর দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত কর্মচারীরা। তারা মাউশির মহাপরিচালকের কাছে লিখিত আবেদনও জমা দিয়েছেন। জানিয়েছেন, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেবেন তারা।

বর্তমান সরকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করলেও কর্মচারীদের ভাতা না বাড়ানোয় তারা এ কর্মসূচি পালন করেছেন বলে জানিয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (০১জুম) বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী পর্ষদ আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান আদনান হাবিব, সদস্যসচিব মোহাম্মদ আব্দুল করিম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিমন বিশ্বাস, সহসভাপতি তুষার আহমেদ, বরিশাল জেলা সভাপতি মিরাজ ফকির, কুমিল্লা জেলা সিনিয়র সহসভাপতি মো. শফিকুল ইসলাম।

কর্মসূচি থেকে বক্তারা হুঁশিয়ারি দেন, বর্তমান অন্তর্র্বতী সরকার ঈদের আগে ২৫ শতাংশ উৎসব বোনাস বৃদ্ধি না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

S2
বোনাস বৃদ্ধির দাবিতে মাউশির মহাপরিচালকের কাছে লিখিত আবেদন দিচ্ছেন এমপিওভুক্ত কর্মচারীরা। 

তারা জানান, সারাদেশে ২ লাখের বেশি এমপিওভুক্ত বিদ্যালয়ের কর্মচারী আছেন। অল্প বেতনে তারা যুগ যুগ ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন। তারা সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকার দাবির প্রতি ভ্রুক্ষেপ করছে না।

বক্তরা আরও বলেন, প্রায় ২১ বছর পর উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু কর্মচারীদের জন্য কোনো সুখবর নেই। সর্বশেষ ২০০৪ সালে জোট সরকারের আমলে উৎসব ভাতা বৃদ্ধি করা হয়।

এ সময় আন্দোলনকারীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

শিক্ষকদের চেয়ে কর্মচারীরা কম বেতন পান বলে তাদের উৎসব ভাতা আগে থেকেই ৫০ শতাংশ, অন্যদিকে শিক্ষকদের ছিল ২৫ শতাংশ। সম্প্রতি শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে।

এরপরই নিজেদের দাবি নিয়ে সোচ্চার হয়েছেন এমপিওভুক্ত কর্মচারীরা। তারা চান, তাদের উৎসব ভাতাও ২৫ শতাংশ বাড়ানো হোক। অর্থাৎ ঈদের বেতনের ৭৫ শতাংশ বোনাস দাবি তাদের। 

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর