শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতন পাচ্ছেন আজ, বোনাস সোমবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

T
শ্রেণিকক্ষে অধ্যায়নরত এমপিওভুক্ত একজন শিক্ষক। ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন দেওয়া হচ্ছে আজ (রোববার)। এছাড়া সোমবার (২ জুন) তারা বোনাসের টাকাও পাবেন।

রোববার (১ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একজন কর্মকর্তা জানান, আজ বিকেলের মধ্যে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের বেতন নিজ নিজ অ্যাকাউন্টে ঢুকে যাবে। 

এদিকে এবার ঈদে শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ বোনাস পাবেন। আগে তারা মূল বেতনের ২৫ শতাংশ বোনাস পেতেন। কর্মচারীরা আগের মতোই ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন। 

গত ২৬ মে শিক্ষকদের বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সম্মতিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর