শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ব্ল্যাক লিস্ট’ করছে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ব্ল্যাক লিস্ট’ করছে ইউজিসি

নীতিমালা ও শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ব্ল্যাক লিস্ট’ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। লিস্টে বর্তমানে ১৭টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে বলে জানা গেছে। এই তথ্য নিশ্চিত করেছেন ইউজিসির এক সদস্য। 

ইউজিসি সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যেতে না পারা, একাডেমিক অবস্থাসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণে ব্যর্থ হওয়া বিশ্ববিদ্যালগুলোকে ‘ব্ল্যাক লিস্ট’ তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এখনও চূড়ান্ত তালিকা হয়নি। তালিকার কাজ চলছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে জানতে চাইলে ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়া ১৭টি বিশ্ববিদ্যালয় এ তালিকায় রয়েছে। তবে কিছু বিশ্ববিদ্যালয় কাজ শুরু করেছে। তাই ব্ল্যাক লিস্ট হওয়া বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও কমার সম্ভাবনা রয়েছে।

এএসএল/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর