শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গুচ্ছ ভর্তিতে গণঅভ্যুত্থানে শহীদ-আহত পরিবার ‘বিশেষ সুবিধা’ পাবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

গুচ্ছ ভর্তিতে গণঅভ্যুত্থানে শহীদ-আহত পরিবার ‘বিশেষ সুবিধা’ পাবে

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ‘বিশেষ সুবিধা’ পাবেন বলে জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপনের আলোকে শুক্রবার (৩০ মে) গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


নির্দেশনায় বলা হয়েছে, ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান-সংক্রান্ত বিশেষ সুবিধা (জেএএসএফ)’ এর আওতায় গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহতদের স্ত্রী, পুত্র-কন্যা (তাদের অনুপস্থিতিতে ভাই-বোন) ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।’

এ বিষয়ে জানতে চাইলে গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘সরকারি প্রজ্ঞাপনের আলোকে আমরা এ নির্দেশনা দিয়েছি। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ীই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। পরে যদি কোনো নির্দেশনা পাই, সে অনুযায়ী কাজ করা হবে।’

এএসএল/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর