অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষাবৃত্তি দিচ্ছে ইবনে সিনা ট্রাস্ট। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট এবং অনুমোদিত মাদ্রাসায় অধ্যয়নরত নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে দুই ধাপে কাজ করতে হবে। প্রথমে অনলাইনে ফরম পূরণ করতে হবে ৩০ মে’র মধ্যে। এরপর অনলাইনে সাবমিট করা ফরমের প্রিন্ট কপি প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ারে পাঠাতে হবে ২০ জুন ২০২৫-এর মধ্যে। আবেদন পাঠানোর ঠিকানা— ওয়েলফেয়ার বিভাগ, ইবনে সিনা ট্রাস্ট, বাড়ি ৪৮, রোড ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
বিজ্ঞাপন
এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক/ফাজিল প্রথম বর্ষে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থী হতে হবে এবং পারিবারিকভাবে অসচ্ছল হতে হবে। প্রার্থীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি মেডিকেল কলেজ কিংবা সরকার অনুমোদিত মাদ্রাসার শিক্ষার্থী হতে হবে। এছাড়া, এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম বা সমমানের পরীক্ষার অন্তত একটিতে জিপিএ ৫ থাকতে হবে।
আবেদনের সময় অনলাইনে ফরম পূরণের আগে প্রার্থীকে নিজের ব্যবহৃত একটি মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, যা পরে পরিবর্তন করা যাবে না এবং একটি নম্বর দিয়েই কেবল একটি আবেদন করা যাবে। ফরম পূরণে ভুল এড়াতে মোবাইলের বদলে পিসি বা ল্যাপটপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন সাবমিট করার পর কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকবে না।
অনলাইনে ফরম পূরণ শেষে, ফরমের প্রিন্ট কপি স্বাক্ষর করে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি খামে স্ট্যাপল করে ডাক বা কুরিয়ারে পাঠাতে হবে। খামের ওপর স্পষ্টভাবে লিখতে হবে— ‘ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি’।
আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্টের কপি, বর্তমান প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র (যা ১ মার্চ ২০২৫-এর পর ইস্যু হতে হবে), ভর্তি রসিদের কপি, অভিভাবকের আয়ের সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, এবং প্রযোজ্য ক্ষেত্রে এতিম বা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সনদপত্র। এছাড়া, নতুন আবেদনকারীদের একটি সাদা কাগজে হাতে লিখে (১৫০ শব্দের মধ্যে) উল্লেখ করতে হবে, কেন এই শিক্ষাবৃত্তির প্রয়োজন।
বিজ্ঞাপন
সঠিকভাবে আবেদন সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত প্রার্থীদের ফোন বা এসএমএসের মাধ্যমে মৌখিক সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে: https://scholarship.ibnsinatrust.com
এএসএল/এইউ

