শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চতুর্থ দিনেও প্রাথমিক শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মে ২০২৫, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

চতুর্থ দিনেও প্রাথমিক শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি
ছবি: সংগৃহীত।

তিন দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ কর্মসূচি চলবে আগামী ২৫ মে পর্যন্ত। দাবি আদায় না হলে ২৬ মে থেকে শুরু হবে পূর্ণ দিবস কর্মবিরতি।

শনিবার (২৪ মে) প্রাথমিক শিক্ষকদের সংগঠনের মোর্চা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা কর্মবিরতির তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা বলেন, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকরা একযোগে কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সহকারী শিক্ষকদের জন্য প্রস্তাবিত ১২তম গ্রেড আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। আমরা চাই নূ্যনতম ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা দূর করা হোক।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি— ১১তম গ্রেডে বেতন নির্ধারণ: সহকারী শিক্ষক পদকে ‘এন্ট্রি পদ’ হিসেবে বিবেচনা করে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে। উচ্চতর গ্রেডে জটিলতা নিরসন: ১০ ও ১৬ বছর পূর্তিতে ১ম ও ২য় উচ্চতর গ্রেডের জটিলতা দূর করে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। শতভাগ পদোন্নতি নিশ্চিত: প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির সুযোগ দিতে হবে এবং পদোন্নতির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।

এর আগে, গত ৫ মে থেকে এক ঘণ্টার কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষকরা, যা ১৫ মে পর্যন্ত চলে। এরপর ১৬ মে থেকে প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতি পালন করছেন তারা।


বিজ্ঞাপন


এএসএল/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর