শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নারী কোটা বাতিল করে শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১১:১৩ এএম

শেয়ার করুন:

নারী কোটা বাতিল করে শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগে আর নারীদের জন্য আলাদা কোটা থাকবে না। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা বৃহস্পতিবার (২২ মে) রাতে প্রকাশিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের (এন্ট্রি লেভেল) শূন্যপদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা প্রযোজ্য হবে না। অর্থাৎ এখন থেকে শুধুমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। তবে এ সিদ্ধান্তের আওতায় নয়, এমন কিছু ব্যতিক্রম রয়েছে—যেমন: এমপিও নীতিমালায় নির্ধারিত বেসরকারি স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক ও বেসরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক পদের ক্ষেত্রে পূর্ববর্তী যোগ্যতা ও শর্ত বহাল থাকবে।


বিজ্ঞাপন


শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারির দিন থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় নারী কোটা আর কোনো প্রভাব রাখবে না।

এই সিদ্ধান্তের পেছনে প্রক্রিয়াগতভাবে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নারী কোটা সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের দিকনির্দেশনা চেয়ে একটি চিঠি পাঠায়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এক বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষক নিয়োগ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি চাকরির বিভিন্ন ক্ষেত্রে কোটা ব্যবস্থার সংস্কার ও সংশোধন নিয়ে সম্প্রতি নানা ধরনের নীতিগত পরিবর্তন দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে শিক্ষা খাতে নারী কোটার বিলুপ্তি একটি বড় ধরনের নীতিগত মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএসএল/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর