শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলায় প্রতিবাদ সভা শিক্ষকদের 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

VC
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলা চালায় কতিপয় শিক্ষার্থী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ফেরদৌসের ওপর হামলার ঘটনায় রাস্তায় নেমেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষকরা। বৃহস্পতিবার (২২ মে) বিশ্বদ্যিালয়ের মূল ক্যাম্পাস গাজীপুরে এক র‌্যালি ও প্রতিবাদ সভা করেছেন তারা।

উপাচার্যের ওপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবাদে শামিল হওয়া শিক্ষকরা।  


বিজ্ঞাপন


জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রফেসর ড. মো. আবুদ্দারদা, ড. মো. আশেক কবির চৌধুরী, প্রফেসর ড. মো. শামসুদ্দীন ইলিয়াস, প্রফেসর ড. আবু মোহাম্মদ ইকবাল রুমী শাহ, ড. সৈয়দ হাদিউজ্জামান, শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলামসহ অনেকে। 

সভায় বিভিন্ন একাডেমিক কমিটির চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক, শিক্ষকবৃন্দ ও অন-ক্যাম্পাসের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

প্রতিবাদ সভায় অনলাইনে যুক্ত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান। তিনি বলেন, ‘যারা উপাচার্যের ওপর এই ন্যাক্কারজনক হামলা করেছে, তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে এবং শিক্ষার্থীদের অটোপাস দাবি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা


বিজ্ঞাপন


প্রতিবাদ সভার সভাপতি এবং অন্য শিক্ষকরা বলেন ‘উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে নানা উদ্যোগ নিয়েছেন এবং মাতৃসম বিশ্ববিদ্যালয়টি এগিয়ে নিয়ে যাচ্ছেন। অদৃশ্য একটি মহল তার উদ্যোগকে বাধাগ্রন্থ করতে নানা ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। কিন্তু আমরা শিক্ষক সমাজ ভিসি মহোদয়ের সঙ্গে আছি। আমরা তার কোনো ক্ষতি হতে দেব না।’ 

বক্তারা উপাচার্যের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন সহকারী প্রক্টর মো. খালিদ হাসান। প্রতিবাদ সভা শেষে উপস্থিত শিক্ষকবৃন্দ একটি শান্তিপূর্ণ র‌্যালি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

এর আগে বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় হামলার শিকার হন উপাচার্য আমানুল্লাহ ফেরদৌস। অটোপাস দাবিতে কতিপয় শিক্ষার্থী এ হামলা চালায়। 

জানা যায়, স্নাতক (পাস) ২০২২-এর পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে উপাচার্য আমানুল্লাহ তার কার্যালয়ে প্রবেশ করার সময় শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে। 

এ সময় আন্দোলনকারীদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতকারী অসৎ উদ্দেশে উপাচার্যের ওপর হামলা চালান। এতে তিনি কিছুটা আহত হন।

এএইচ

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর