শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সচিবালয় অভিমুখে লংমার্চ, শিক্ষক নেতা কাওছার আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৫, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

সচিবালয় অভিমুখে লংমার্চ, শিক্ষক নেতা কাওছার আটক

জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ করার শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।


বিজ্ঞাপন


কয়েকদিন ধরে জাতীয়করণসহ বেশ কিছু দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা। এরই অংশ হিসেবে বুধবার (২১মে) পূর্বঘোষিত সচিবালয় অভিমুখে লং মার্চ করার সময় শিক্ষক নেতা অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে আটক করা হয়।

আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, তারা শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা চাচ্ছেন।

অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নেন, তারা নিজেদের নানা ‘বৈষম্যের’ কথা তুলে ধরেন।

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর