ডিভাইসমুক্ত, বইমুখী একটি সুস্থ প্রজন্ম গড়ার প্রত্যয়ে পাঠাগার প্রতিষ্ঠার কাজ শুরু করেছে দারুল আরকাম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি তার নিজস্ব সিলেবাস ও কারিকুলাম অনুযায়ী দেশব্যাপী পরিচালনা করছে আফটার স্কুল মাকতাব কার্যক্রম।
গত ১৭ মে আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ প্রধান কার্যালয়ে উদ্বোধন করা হয় আফটার স্কুল মাকতাব পাঠাগার ও দুই দিনব্যাপী বই প্রদর্শনী।
বিজ্ঞাপন
দারুল আরকাম ইনস্টিটিউট ও আফটার স্কুল মাকতাব বাংলাদেশের পরিচালক মাওলানা মুহাম্মাদ আব্দুল কাইয়ুম বলেন, নতুন প্রজন্মকে দ্বীন-ঈমানে সমৃদ্ধ করতে জ্ঞানের আলোকবিভায় উদ্ভাসিত করতে
তাদের দ্বীনি জ্ঞানের পিপাসা মিটাতে আমরা শুরু করেছি আফটার স্কুল
মাকতাব পাঠাগার কার্যক্রম। দারুল আরকাম ইনস্টিটিউটের তত্ত্বাবধানে পরিচালিত দেশের প্রতিটি আফটার স্কুল মাকতাবে পর্যায়ক্রমে আমরা গড়ে তুলবো সমৃদ্ধ পাঠাগার। আমরা আশা করছি প্রজন্মের দ্বীনি পিপাসা মিটাতে আফটার স্কুল মাকতাব পাঠাগার হবে নতুন গন্তব্য।

বিজ্ঞাপন
তিনি বলেন, বিগত দুই দিনব্যাপী আফটার স্কুল মাকতাব বাংলাদেশের অডিটোরিয়াম ছিল বইমুখী প্রজন্মের উচ্ছ্বাসে মুখরিত। ছিল উদ্বোধনী অনুষ্ঠান ও বই প্রদর্শনী, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মোটিভেশনাল স্পিচ, ছোটদের জন্য ছিল কুরআন-হাদিসের গল্প, নবী ও রাসুলদের জীবনী, সিরাত, ইতিহাস, বিজ্ঞান, আদব- আখলাক ও শিষ্টাচার বিষয়ক আকর্ষণীয় বই। আর অবিভাবকদের জন্য ছিল প্যারেন্টিংসহ নানা বিষয়ে তাদের উপযোগী গুরুত্বপূর্ণ বইয়ের সমাহার।
মুহাম্মাদ আব্দুল কাইয়ুম বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি তাদের মায়েরাও যেন মেতে উঠেছিল বইয়ের আনন্দে। শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছ্বাসে মুখরিত হয়েছিল আমাদের অনুষ্ঠান। তন্ময় হয়ে প্রতিটি বই ছুয়ে দেখছিল শিক্ষার্থী ও অভিভাবকরা। জ্ঞানের আলোকবিভায় যেন উদ্ভাসিত হচ্ছিল তাদের প্রতিটি হৃদয়। বইয়ের প্রতি তাদের আগ্রহ,আনন্দ ও উচ্ছ্বাস দেখে আমারা মুগ্ধ হয়েছে। অনুপ্রাণিত হয়েছে। আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে আবারো দৃঢ় সংকল্প করেছি। আমরা পরিকল্পনা করেছি আফটার স্কুল মাকতাব এর পাশাপাশি আফটার স্কুল মাকতাব পাঠাগারের কনসেপ্টও ছড়িয়ে দেব দেশব্যাপী, ইনশাআল্লাহ।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মাদ আব্দুল কাইয়ুম ও সহকারী পরিচালক মাওলানা আকরাম খন্দকার।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর ইমাম-উলামা পরিষদের সেক্রেটারি মুফতী ইলিয়াস কাসেমী এবং বিশিষ্ট আলেমে দ্বীন, কবি, লেখক ও আলোচক মাওলানা সাইফ সিরাজ।
আরও উপস্থিত ছিলেন তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জ এর প্রতিনিধি কিশোরগঞ্জ বাগে জান্নাত মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান এবং বাইতুল হিকমাহ মাদরাসার মুহতামিম মাওলানা কে এম নাজিমুদ্দিন।
অনুষ্ঠানে সার্বক্ষণিক উপস্থিত থেকে সুন্দরভাবে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে অনুষ্ঠানকে সফল করেছেন আফটার স্কুল মাকতাব শিক্ষা-গবেষণা ও প্রকাশনা বিভাগ এর দায়িত্বশীলবৃন্দ। সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন আপনার স্কুল মাকতাব এর অন্যান্য বিভাগ এবং বিভিন্ন শাখার জিম্মাদার ও উস্তাদবৃন্দ।
জেবি

