শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ১ ও ২ জুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৫, ১১:১৫ এএম

শেয়ার করুন:

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ১ ও ২ জুন

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১ ও ২ জুন বিতরণ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তথ্য জানিয়েছে। বোর্ডের ওয়েবসাইটে সোমবার (১৯ মে) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নির্ধারিত দিনে বোর্ড অফিসে এসে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।


বিজ্ঞাপন


নির্ধারিত তারিখ অনুযায়ী, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ হবে ১ জুন।

অন্যদিকে, ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২ জুন প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রবেশপত্র শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার নিয়োজিত শিক্ষক গ্রহণ করতে পারবেন। অবশ্যই প্রমাণস্বরূপ প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর সত্যায়িত থাকতে হবে। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণের অনুমতি দেওয়া যাবে না।

এছাড়া, যদি কোনো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ হন, সেক্ষেত্রে তার আবেদনপত্রে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদন থাকতে হবে।


বিজ্ঞাপন


বোর্ড আরও জানিয়েছে, প্রাপ্ত প্রবেশপত্র সংশ্লিষ্ট কেন্দ্রের অধীনে থাকা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুততম সময়ে বিতরণ করতে হবে। এছাড়া বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার সুষ্ঠু পরিচালনার স্বার্থে সময়সূচি অনুযায়ী প্রবেশপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।

এএসএল/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর