শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২১ মে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২৫, ০১:৩৫ পিএম

শেয়ার করুন:

২১ মে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দ্রুত দাবি মানা না হলে আগামী বুধবার (২১ মে) লংমার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (১৯ মে) সকালে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।


বিজ্ঞাপন


শিক্ষকদের দাবিগুলো হলো—

১. শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে বাজেটে শিক্ষা খাতে ইউনেস্কোর সুপারিশ মোতাবেক জিডিপির ৬ শতাংশ বরাদ্দ করা।
২. আসন্ন ঈদ-উল আজহার পূর্বেই সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিসাভাতা প্রদান করা।
৩. সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল ৬ষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের ৭ম গ্রেডসহ টাইম স্কেল প্রদান করা।
৪. এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সার্বজনীন বদলী প্রথা চালু করা।
৫. সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা চালুকরণ এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদানসহ শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ করা।
৬. শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ন্যায় ৬৫ বছরে উন্নীত করা।
৭. পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিওভূক্ত শিক্ষকদের পদায়ন করা। ৮. ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা।
৯. সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য শিক্ষকদের উপর অসত্য অপবাদ দিয়ে হামলা, হয়রানি ও চাকুরিচ্যুতি বন্ধ করা।
১০. শিক্ষা সংস্কার কমিশন গঠন করা।
১১. স্বীকৃতিপ্রাপ্ত সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্ত করার জোর দাবি জানান।

কর্মসূচিতে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এছাড়া দ্রুত দাবি মানা না হলে আগামী বুধবার (২১ মে) দুপুর ১২টায় লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে।

লাগাতার অবস্থান কর্মসূচিতে প্রায় দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এএসএল/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর