শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শহীদ ফারহান ফাইয়াজের নামে প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

শহীদ ফারহান ফাইয়াজের নামে প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ
শহীদ ফারহান ফাইয়াজ। সংগৃহিত ছবি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। আজ রোববার (১৮ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বিদ্যালয়টির নতুন নাম দেওয়া হয়েছে, ‘শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়’। আগে এটির নাম ছিল ‘বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়’।


বিজ্ঞাপন


একই প্রজ্ঞাপনে জামালপুর ও মুন্সিগঞ্জের আরও ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে জামালপুরের ৬টি এবং মুন্সিগঞ্জের ৪টি বিদ্যালয় রয়েছে।

ফারহান ফাইয়াজ ঢাকার রেসিডেনসিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি চব্বিশের জুলাই কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিকে শহীদ হন। তার মৃত্যুর ঘটনা ব্যাপকভাবে আলোচিত হয়। কলেজপড়ুয়া মেধাবী এ শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নামে গোটা দেশজুড়ে।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছিল। সেসময় আহত হন ফারহান ফাইয়াজ।

তাকে উদ্ধার করে মোহাম্মদপুর সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। শহীদ ফারহান ফাইয়াজের শরীরে রাবার বুলেটের ক্ষত ছিল বলে জানান চিকিৎসকরা।


বিজ্ঞাপন


এএসএল/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর