শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

ugc
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। (ফাইল ছবি)

নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তাই এখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্ক বার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

রোববার (১৮ মে) ইউজিসির পক্ষ থেকে এক বার্তায় এই কথা জানানো হয়।


বিজ্ঞাপন


বার্তায় বলা হয়, ২০২৩ সালে অনুমোদনপ্রাপ্ত নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগসহ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম এখনো শুরু হয়নি। অথচ একটি প্রতারক চক্র বিশ্ববিদ্যালয়টির নামে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে শিক্ষার্থী ভর্তির অবৈধ কার্যক্রম পরিচালনা করছে যা সম্প্রতি ইউজিসির নজরে এসেছে।

এতে আরও বলা হয়েছে, ইউজিসির সংশ্লিষ্ট বিভাগ বিশ্ববিদ্যালয়টির নামে প্রতারক চক্র কর্তৃক পরিচালিত ওয়েবসাইট পর্যালোচনা করেছে। এতে দেখা যাচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ভারতের কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও অবকাঠামোর ছবি ব্যবহার করা হয়েছে।

ভুয়া তথ্য বিভ্রান্ত হয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন কিংবা ভর্তিসংক্রান্ত পদক্ষেপ না নেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে ইউজিসি।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর