সারাদেশের সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সে ভর্তির দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। এতে পূর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনের পর অপেক্ষমাণ তালিকা থেকে ৪১ জনকে নতুন ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। একইসঙ্গে কলেজ বদলি কিংবা নতুন ভর্তির ক্ষেত্রে ২৬ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
শনিবার (১৭ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের চিকিৎসা শিক্ষা শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে দ্বিতীয় দফায় মাইগ্রেশন শেষে অপেক্ষমান তালিকা থেকে মোট ৪১ জনকে ভর্তির জন্য মনোনীত করা হলো।
এতে আরও বলা হয়, অপেক্ষমাণ তালিকা থেকে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদেরকে নির্বাচিত ডেন্টাল কলেজ অথবা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের অধ্যক্ষের দফতরে যোগাযোগ করে আগামী ১৮ মে থেকে ২৬ মে’র মধ্যে প্রয়োজনীয় দলিলসহ ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ সময়ের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড যথাক্রমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল সনদপত্র যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। একইসঙ্গে ভর্তির ক্ষেত্রে অধিদফতরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞাপন
এছাড়া অপেক্ষমাণ তালিকা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় নির্ধারিত কাগজপত্র প্রয়োজন হবে। এগুলো হলো—
১. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
২. এইচএসসি বা সমমান পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড।
৩. এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র।
৪. এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার পাশের মূল সনদপত্র ও প্রশংসাপত্র।
৫. স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র।
৬. চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
৭. পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে চিফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।
এসএইচ/এফএ

