বিভিন্ন দাবিতে টানা কয়েক দিনের আন্দোলনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ২২ জুন থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
শনিবার (১৭ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য জানান।
বিজ্ঞাপন
বিস্তারিত জানিয়ে উপাচার্য বলেন, প্রথম বর্ষে ভর্তি শেষ পর্যায়ে আছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ৯৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। তৃতীয় মেরিটের ভর্তি শেষ। চতুর্থ মেরিট লিস্টেই বাকি আসনগুলো পূর্ণ হয়ে যাবে। আশা করি আমরাই প্রথম ঈদের পরপরই প্রথম বর্ষের ক্লাস শুরু করতে পারবো।
ভিসি বলেন, গুচ্ছ থেকে বের হবার কারণে আমাদের এবার ছয় মাস সময় কমে গেছে। এটি অনেক বড় একটি অর্জন আমাদের জন্য। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সবার সম্মেলিত প্রচেষ্টায় এ কঠিন কাজটি করতে পেরেছি। আগামীতে আরও কম সময়ে আমাদের সবকিছু হয়ে যাবে আশা করি।
প্রতিনিধি/জেবি

