ইএফটি জটিলতায় এখনো স্কুল-কলেজের শিক্ষকদের এপ্রিল মাসের বেতন ছাড়া হয়নি। অনেকে তো জানুয়ারি থেকে বেতন পাচ্ছেন না। এমন অবস্থায় বিপাকে থাকা এমপিওভুক্ত শিক্ষকরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন।
শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে আজকের (শনিবার) মধ্যে এপ্রিল মাসের বেতন ছাড়া না হলে রবিবার (১৮ মে) সকাল ১০টায় মাউশি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
কর্মসূচি থেকে ‘শিক্ষা ক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার দাবি জানানো হয়েছে। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে যেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নেন, তারা নিজেদের নানা বৈষম্যের কথা তুলে ধরেন।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। সকল বৈষম্য দূর করার লক্ষ্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য ঘুচিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।
এর আগে গত মার্চ মাসের শুরুতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবিতে গত ২২ দিন ধরে চলা আন্দোলন স্থগিত করেন শিক্ষকরা।
বিজ্ঞাপন
বিইউ/এএইচ
