শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে যুবককে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ১০:৩৬ পিএম

শেয়ার করুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে যুবককে গণপিটুনি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ছেলেধরা’ সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচে হিমেল নামের ওই যুবককে বেঁধে পেটানো হয়।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এসে ওই যুবককে উদ্ধার করে। পরবর্তীতে অভিযোগকারীকে খুঁজে না পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গৃহবধূ তার সন্তানকে নিয়ে মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছিলেন। মেট্রো স্টেশন পার হয়ে দেখেন তার সন্তান তার পাশে নেই। এরপর আশেপাশে খোঁজ নিতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায়ে দেখেন ওই যুবকের সঙ্গে তার সন্তান। পরে ওই নারীর চিৎকারে পথচারীরা ধাওয়া দিয়ে ওই যুবককে ধরেন। এরপর মেট্রো স্টেশনের নিচের পিলারে বেঁধে বেধড়ক পেটানো হয় তাকে।
  
হিমেল নামের ভুক্তভোগী ওই যুবকের দাবি, তিনি ‘ছেলেধরা’ না। সোহরাওয়ার্দী উদ্যোনে তিনি বোতল টোকান। এখানেই থাকেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই যুবককে পথচারীরা পেটাচ্ছেন। ততক্ষণে ওই গৃহবধূ তার সন্তানকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।


বিজ্ঞাপন


ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন কন্ট্রোলার আনোয়ার হোসেন ঢাকা মেইলকে বলেন, ওই নারী দাবি করছিলেন, এই যুবক তার সন্তানকে চুরি করেছে। আবার বলছেন, এক ঘণ্টা আগে স্টেশনের নিচে থেকে তার ছেলেকে খুঁজছেন। কিন্তু ও যদি ছেলে ধরা হয়, তাহলে ঘণ্টা ধরে স্টেশনে বসে থাকারও কথা না। আমরা বিষয়টি নিশ্চিত হতে পারিনি।

এমআই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর