শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাম্য হত্যার বিচার দাবিতে ইবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০৪:২০ এএম

শেয়ার করুন:

সাম্য হত্যার বিচার দাবিতে ইবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে নিহত সাম্যের প্রতি শ্রদ্ধা জানান।

অবস্থান কর্মসূচিতে ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, মনিরুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও ছিলেন উল্লাস মাহমুদ, মুক্তাদির রহমান, রাকিব হোসেন সাক্ষর, রুকনুজ্জামান অর্ক, তৌহিদুল ইসলাম, আসাদ তৌফিক, আলামিন ও রিফাতসহ অনেকে।


বিজ্ঞাপন


কর্মসূচিতে ইবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন বলেন, ‘আমাদের একজন ভাইকে হত্যা করা হয়েছে। আমরা তার ন্যায়বিচার চাই। কেউ কেউ বলে আমরা লাশের রাজনীতি করি। আমরা কি এখন বিচারও চাইতে পারবো না? ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল, আছে এবং থাকবে। কিন্তু আমাদের সাথেই বারবার বৈষম্য করা হয়। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে বলতে চাই—সাম্য হত্যার বিচার করুন। না হলে এই আন্দোলন আপনাদের পতনের আন্দোলনে পরিণত হতে পারে।’

আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, ‘এই দেশে গণঅভ্যুত্থানের পর কোনো সন্ত্রাসী বা হত্যাকারীর স্থান হবে না। সাম্য হত্যাকাণ্ড শুধু একটি ছাত্রের মৃত্যু নয়, এটি গোটা জাতির জন্য অশনিসংকেত। জুলাই-আগস্টের আন্দোলনে অনেক ছাত্রদল নেতা শহীদ হয়েছেন। এরপরও হত্যাকাণ্ড বন্ধ হয়নি। অথচ সরকার এখনো কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়নি। প্রশাসন এসব বিষয়ে কেন চুপ থাকে? আমরা এই হত্যার দ্রুত বিচার দাবি করছি।’

নেতারা আরও বলেন, নিরাপদ ক্যাম্পাস, রাজনৈতিক সহাবস্থান এবং সহিংসতার অবসান চায় ছাত্রদল। সাম্য হত্যার বিচার না হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর