শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিক্ষক পেটানোর ঘটনায় দুঃখপ্রকাশ করেনি সরকার: হাদী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

Hadi
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী। ছবি- ঢাকা মেইল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী বলেছেন, ‘আমরা কথার জবাব কথা দিয়ে দেব। কোনোভাবেই কোনো হামলা দিয়ে নয়। আমরা দেখেছি, আমাদের পিতৃতুল্য শিক্ষকরা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেনএবং মহানুভবতার পরিচয় দিয়েছেন।’ 

তিনি বলেন, ‘কিন্তু আমাদের পিতৃতুল্য শিক্ষকদের যে পেটুয়া বাহিনী হামলা করল, তার জন্য কি সরকার থেকে কোনো দুঃখপ্রকাশ করেছে এখনো? করেনি। মনে রাখবেন, একপাক্ষিক মহানুভবতা ভালো কিছু বয়ে আনে না।’


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৫ মে) বিকাল সাড়ে পাঁচটায় এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমের সামনে এসব কথা বলেন হাদী।

তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংগঠনের মধ্যে ঝগড়াঝাটি লেগেই আছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবির প্রশ্নে ছাত্রদল, ছাত্রশিবিরসহ সকল সংগঠন এক হয়েছে। তাদের বলব, আপনারা ঐক্যবদ্ধ থাকেন।’

এদিকে তিন দফা দাবিতে টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানে যোগ দিচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আসা জবির সাবেক শিক্ষার্থীরাও।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর