বৃষ্টি উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাকরাইল মোড়ে তাদের অবস্থান চলছিল। আন্দোলনের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে আবাসন সংকটে ভুগলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলেন, কোথাও থাকার জায়গা নেই, সরকার ভাতাও দিচ্ছে না। এত বঞ্চনার পর খালি হাতে ফেরার সুযোগ নেই। লিখিত আশ্বাস ছাড়া কেউ ক্যাম্পাসে ফিরবেন না বলেও জানান তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনের প্রথম দিন তাদের ওপর পুলিশ লাঠিপেটা ও টিয়ারগ্যাস ছুড়েছে, জলকামানও ব্যবহার করা হয়েছে। এরপরও আন্দোলন থেকে পিছু হটেননি কেউ। তারা জানান, রোদ, বৃষ্টি, অনাহার—সবকিছুকে পেছনে রেখে রাজপথেই রয়েছেন তারা।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, কাকরাইল মোড়ে দুই শতাধিক শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে অবস্থান করছেন। কেউ কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউবা ভিজেই স্লোগান দিচ্ছেন। আশপাশে ছোট ছোট গ্রুপে আরও শতাধিক শিক্ষার্থী বসে আছেন। পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা যোগ দিতে আসছেন আন্দোলনে।
তাদের তিন দফা দাবি হলো—
১. আবাসন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন ভাতা কার্যকর করা।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দেওয়া।
৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত বুধবার (১৪ মে) থেকে কাকরাইল মসজিদের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে তারা সড়কে বসে পড়েন। আন্দোলন এখনো চলমান রয়েছে।
এএসএল/এইউ

