জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা প্রতিদিন বেলা দুইটায় পরীক্ষা শুরু হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী শেষ হবে পরীক্ষা।
রুটিন অনুসারে আগামী ৮ ও ১৩ জুলাইয়ের পরীক্ষা দুটি অপরিবর্তিত থাকলেও অন্য পরীক্ষাগুলোর তারিখ বদলে গেছে। পরীক্ষার প্রথম দিনে (৮ জুলাই) বিএ, বিএসএস, বিবিএ, বিএসসিতে ভিন্ন ভিন্ন ৩১টি কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১২ আগস্ট পরীক্ষা শেষ হবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো ব্যাখ্যা দেয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজনে যেকোনো সময়ই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবেন। সময়সূচি অনুযায়ী সব তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ট্রেজারি থেকে প্রশ্নপত্রের ট্রাংক উত্তোলন বা গ্রহণ করা যাবে না।
তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে।
রুটিন দেখতে https://www.nu.ac.bd/uploads/notices/notice_4361_pub_date_06052025.pdf এই লিংকে ক্লিক করুন
এএসএল
বিজ্ঞাপন

