৪৪তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের পদসংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে চাকরিপ্রত্যাশীরা। বৃহস্পতিবার (৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চেয়ারম্যান বরাবর এ দাবি জানিয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছে তারা।
আবেদনে বলা হয়েছে, ‘চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক নির্দেশনায় দাপ্তরিক কাজে গতিশীলতা আনায়ন এবং জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয়/ বিভাগ ও অধীন দপ্তরসমূহে সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের নিয়োগ কার্যক্রম মার্চ মাসের মধ্যে শুরু করার জন্য অনুরোধ করা হয়েছিল।’
বিজ্ঞাপন
‘বর্তমানে সরকারি কলেজে তীব্র শিক্ষক সংকট চলমান, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাছাড়া গত বছরের ২ ডিসেম্বর চাকরিতে ৪ লাখ ৭৩ হাজার পদ শূন্যের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম জানতে চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে সরকারি কলেজের শিক্ষক সংকট এসডিজির-৪ লক্ষ্য পূরণ ব্যাহত করছে। কেননা, ব্যানবেইসের তথ্যমতে ২০২৩ সালে সরকারি কলেজে শিক্ষক-ছাত্র অনুপাত ১:৯৭, অথচ ৪৩তম বিসিএস পরবর্তী শিক্ষা ক্যাডারের পদসংখ্যা কমে অর্ধেক নেমেছে।’
আবেদনে বলা হয়েছে, ‘চলমান ৪৪তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের পদসংখ্যা বৃদ্ধি করে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সুপারিশপত্র পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আমরা।’
এএসএল/এএস

