শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন হল নির্মাণসহ ৭ দফা দাবি কবি নজরুলের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

Nazrul
কবি নজরুল সরকারি কলেজ

নতুন হল নির্মাণসহ সাত দফা দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। পরে তারা সাত দিনের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়েন। 

বুধবার (৭ মে) দুপুরে কলেজের সামনের সড়কে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। 


বিজ্ঞাপন


যে ৭ দাবি জানানো হয়েছে 

১. হল সংস্কার ও হলের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে। ২. ছাত্র এবং ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ করতে হবে। ৩. শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৪. শ্রেণিকক্ষের সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ করতে হবে। ৫. ক্যাম্পাস সম্প্রসারণের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে। ৬. কলেজের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করতে হবে। ৭. দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট নিরসন করতে হবে।

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, শিক্ষার্থীরা নানা সংকট ও সমস্যার মধ্যে দিয়ে তাদের শিক্ষা জীবন অতিবাহিত করছেন। দীর্ঘদিন ধরে হল সংস্কার, পরিবহন সংকট, শ্রেণিকক্ষ সংকটের দাবি জানানো হলেও আদতে এর কোনো সমাধান হয়নি। এবার কলেজের সব সমস্যা সমাধানে শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে একত্রিত হয়েছেন। আমাদের সাত দফা দাবি সাত দিনের মধ্যে মেনে না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কলেজের বিতর্ক ক্লাবের সভাপতি আজম খান বলেন, ১৫৩ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কবি নজরুল সরকারি কলেজ দাঁড়িয়ে থাকলেও এখনও শির উঁচু করে দাঁড়াতে পারেনি। শির উঁচু করে দাঁড়াতে আমাদের যৌক্তিক দাবি আদায় ছাড়া কোনো বিকল্প নেই।


বিজ্ঞাপন


এর আগে ২৯ এপ্রিল কলেজের সব শিক্ষার্থীদের নিয়ে এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভা থেকে দাবিগুলো উপস্থাপন করা হয়। 

এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর