শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তির সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

এক বছরের মধ্যে সেশনজট মুক্ত হবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ফাজিল স্নাতক (অনার্স) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। আগামী ৬ জুন পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৩ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পূর্বে এই সময়সীমা ৬ জুন শেষ হওয়ার কথা ছিল। আর আবেদন ফরমের ফি মাদরাসায় জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুন। একই তারিখে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে আবেদনপত্র গ্রহণ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিশ্চিতকরণের শেষ দিন।


বিজ্ঞাপন


এতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.iau.edu.bd) আগামী ২৪ থেকে ২৯ জুনের মধ্যে প্রাথমিক আবেদন ফরমের ফি জমা দেওয়ার পে-স্লিপ পাওয়া যাবে এবং অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় তা জমা দেওয়া যাবে। আর প্রথম মেধাতালিকা আগামী ১ জুলাই প্রকাশিত হবে এবং সেই তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া ২ জুলাই থেকে শুরু হয়ে ৭ জুলাই পর্যন্ত চলবে। আর আগামী ৯ জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

এএসএল/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর