জুলাই আন্দোলনে আহত নিহত শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী বিশেষ সহযোগিতাসহ বিশ্ববিদ্যালয় সংস্কারের ১৩ দফা দাবি জানিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ১৩ দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়েছেন তারা।
তাদের দাবিগুলো হলো—
বিজ্ঞাপন
১. জুলাই আন্দোলনে আহত নিহত শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী বিশেষ সহযোগিতা।
২. শহীদ ইরফান ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সম্মানার্থে কর্নার স্থাপন করা।
৩. কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক ছাড় ও প্রশাসনিক সহায়তা।
৪. শিক্ষা বিষয়ক বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যার সমাধান করা।
বিজ্ঞাপন
৫. অবকাঠামো, পরিষেবা ও ব্যবস্থাপনার সকল সমস্যা সমাধান করা।
৬. শিক্ষক ও কর্তৃপক্ষ মহলে পরিবর্তন।
৭. শিক্ষক নিয়োগে ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে হবে।
৮. ক্লাব ও কোরামগুলোর স্বাধীনতা দিতে হবে।
৯. রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত রাখতে হবে।
১০. কোর্স রেজিস্ট্রেশনের পূর্বে ১৫ হাজার টাকা দেওয়ার বাধ্যবাধকতা বাতিলসহ টিউশন ফি প্রদানে চারটি সমান কিস্তির ব্যবস্থা।
১১. গ্রেডিং স্কেল ও স্কলারশিপ সিস্টেমের পরিবর্তন।
১২. থিসিস এবং ফাইনাল ইয়ার প্রোজেক্টের ফান্ডিং বৃদ্ধি।
১৩. অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন ও তাদের দায়বদ্ধতা বাড়াতে হবে।
স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করেন। তারা জানান, দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ কমিটির মাধ্যমে তদন্ত শেষ করে শিক্ষা কার্যক্রম চালু করতে হবে। অন্যথায় আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এএসএল/এফএ

