শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল

ছয় দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

সোমবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর কাকরাইল মোড় থেকে মিছিল শুরু করেন তারা। পরে মিছিলটি কাকরাইল ক্যাথলিক চার্চের মোড় ঘুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অব বাংলাদেশের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


সমাবেশে কারিগরি ছাত্র আন্দোলনের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, ছয় দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আমার ভাইয়েরা রক্ত দিয়েছে। আমরা তাদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না। আমরা নিজেদের দাবি আদায় করতে রাজপথেই থাকব।

তিনি আরও বলেন, এখনো অনেক পলিটেকনিকের শিক্ষার্থী নানা কারণে আমাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হতে পারছে না। তাদের জন্য বলব, দ্রুত নিজেদের অধিকার আদায়ে রাজপথে নেমে আসুন। সবাই ঐকবদ্ধভাবে রাজপথ থেকে আমরা দাবি আদায় করবো। 

এর আগে, রোববার (২৭ এপ্রিল) ফেসবুকে কারিগরি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ফেসবুক পেজে গণ মিছিলের ঘোষণা দেওয়া হয়। 

এএসএল/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর