শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৬ দফা দাবিতে ফের বিক্ষোভে পলিটেকনিকের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

৬ দফা দাবিতে ফের বিক্ষোভে পলিটেকনিকের শিক্ষার্থীরা

পলিটেকনিক শিক্ষার্থীরা আবারও তাদের ৬ দফা দাবি আদায়ের জন্য বিক্ষোভ মিছিল করেছে। রোববার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিনিধি মাশফিক ইসলাম জানান, ‘আজ আমরা দেশের বিভিন্ন জায়গায় একই ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো— সাধারণ মানুষের দুর্ভোগ না হওয়া সত্ত্বেও আমাদের দাবির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। আজকের মিছিলটি ক্যাম্পাসের আশপাশে ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে আসে।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘আমরা গতকাল (শনিবার) সারাদেশে এই কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে এটি পালিত হয়েছে। আমাদের পরবর্তী কর্মসূচি ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।’

পলিটেকনিক শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবির সমাধানে সরকারের কাছে কার্যকরী পদক্ষেপের প্রত্যাশা করেছেন। 

এএসএল/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর