শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রেসিডেন্সি, নন-রেসিডেন্সি কোর্সের ক্লাস নিশ্চিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ০১:১০ পিএম

শেয়ার করুন:

রেসিডেন্সি, নন-রেসিডেন্সি কোর্সের ক্লাস নিশ্চিতের নির্দেশ

রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি কোর্সের শিক্ষার গুণগতমান বজায় রাখতে নিয়মিত ক্লাস ও রোগীদের চিকিৎসাসেবার নিশ্চিতে হাসপাতালের সান্ধ্যকালীন রাউন্ড কার্যক্রম নিশ্চিত করতে নিয়মিত তদারকির নির্দেশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

মঙ্গলবার (২২ এপ্রিল) প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এসব নির্দেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি প্রোগ্রামের শিক্ষার্থীদের শিক্ষার গুণতমান ও হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে নিয়মিত ক্লাস নিশ্চিতকরণ ও প্রতিদিন সান্ধ্যকালীন রাউন্ড এবং ক্লাসের রোস্টার প্রণয়ন করে রেজিস্ট্রারের দপ্তরে প্রেরণপূর্বক রাউন্ড কার্যক্রম তদারকি করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এই অফিস আদেশ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইউনিট প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষকদের উদ্দেশ্যে জারি করা হয়েছে।

এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর