শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের আশ্বাসে সাময়িকভাবে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তবে দাবি পূরণে গড়িমসি করা হলে পুনরায় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এর আগে, শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, শিক্ষার্থীদের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরে যাবেন বলে কথা দিয়েছেন। তাছাড়া ৮ সদস্যের কমিটি গঠনের কথাও জানিয়েছিল মন্ত্রণালয়।
পরে রাতে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে পাঠানো কারিগরি ছাত্র আন্দোলনের বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের চলমান ৬ দফা দাবির পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এ আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সচিবালয়ে এক অফিস আদেশের মাধ্যমে একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষার্থীদের ৬ দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কাজ করবে।
এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়েছে এবং রূপরেখা প্রণয়নে তিন সপ্তাহ সময় চেয়েছে। এ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এএসএল/এমএইচটি

