শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ও’ এবং ‘এ’ লেভেলসহ আন্তর্জাতিক পরীক্ষার ফি পাঠাতে নতুন নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষার ফি পাঠাতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

ও-লেভেল বা এ-লেভেল, টোফেল, এসএটিসহ স্বীকৃত আন্তর্জাতিক পরীক্ষার ফি পাঠাতে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিদেশি শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত বিভিন্ন পরীক্ষার ফি এখন থেকে সহজেই ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠানো যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ও লেভেল বা এ লেভেল, টোফেল, এসএটিসহ স্বীকৃত আন্তর্জাতিক পরীক্ষার ফি দেশের অনুমোদিত পরীক্ষা কেন্দ্রগুলো টাকায় সংগ্রহ করতে পারবে। একই সঙ্গে সংগ্রহ করা অর্থ বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠাতে পারবে। এর জন্য আর বাংলাদেশ ব্যাংকের আলাদা কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন হবে না।


বিজ্ঞাপন


তবে শর্ত হিসেবে বলা হয়েছে, এসব পরীক্ষা কেন্দ্রকে অবশ্যই সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের অনুমোদিত হতে হবে। একইসঙ্গে ব্যাংকগুলোকে রেমিটেন্স পাঠানোর আগে পরীক্ষা কেন্দ্র থেকে প্রয়োজনীয় ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা সংগ্রহ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এ ধরনের সংস্কারের মাধ্যমে বিদেশে শিক্ষাবিষয়ক লেনদেন আরও সহজ ও স্বচ্ছ হবে। ব্যাংকগুলো এখন ইনভয়েস ও বিস্তারিত বিবরণীর ভিত্তিতে সরাসরি রেমিট্যান্স কার্যকর করতে পারবে।

এর আগে, এ ধরনের যেকোনো রেমিট্যান্সের জন্য ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হতো। ফলে অনেক সময় পরীক্ষার্থীদের পরীক্ষার ফি সময়মতো পরিশোধে জটিলতা দেখা দিত।

টিএই/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর