শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিটি কলেজের লোগো খুলে নিলো ঢাকা কলেজ শিক্ষার্থীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

সিটি কলেজের লোগো খুলে নিলো ঢাকা কলেজ শিক্ষার্থীরা

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ আবারও নতুন মাত্রা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে—ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজের প্রধান ফটক থেকে লোগোসহ একটি সাইনবোর্ড খুলে নিয়ে যাচ্ছেন।

ভিডিওটিতে দেখা যায়, পূর্ব গেটের ওপরে স্থাপন করা গোলাকৃতির লোগোটি খুলে নেওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী ‘আমরা ঢাকা কলেজের’ বলে স্লোগান দিচ্ছেন এবং বিষয়টি নিয়ে উল্লাস করছেন।


বিজ্ঞাপন


এই ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন ১৫ এপ্রিল সংঘটিত সাম্প্রতিক সংঘর্ষের রেশ এখনো পুরোপুরি কাটেনি। ওই দিনও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় উত্তপ্ত বক্তব্যের সূত্র ধরে সংঘর্ষ বাঁধে।

পূর্ব ইতিহাস বলছে, গত ৯ ফেব্রুয়ারি কথাকাটাকাটির জেরে সায়েন্সল্যাব এলাকায় দুই পক্ষের মধ্যে ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলে, যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এত কিছুর পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে এবারের ঘটনায় পুলিশ সদস্যরাও আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

নানান সময়ে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দুই কলেজের মধ্যে এমন বিরোধ নতুন নয়। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের আরও সক্রিয় পদক্ষেপ দরকার বলে মনে করছেন অনেকে।


বিজ্ঞাপন


বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর