শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রূপগঞ্জে ১০০ একর জমিতে এনএসইউ’র নতুন ক্যাম্পাসের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

রূপগঞ্জে ১০০ একর জমিতে এনএসইউ’র নতুন ক্যাম্পাসের কাজ শুরু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের জন্য একাডেমিক ভবনের পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আবাসিক হল, খেলার মাঠ, উদ্যান, ক্যাফেটেরিয়া, পাঠাগার, গবেষণাগার নির্মাণ করা হবে নতুন এ ক্যাম্পাসে।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, নতুন ক্যাম্পাসের কাজ শুরু করতে পারা অত্যন্ত আনন্দের বিষয়। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে আমরা এই কাজ শুরু করতে পেরেছি। সবার সহযোগিতা না পেলে এটা সম্ভব ছিল না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান, রেজিস্ট্রার আহমেদ তাজমীন, প্রকল্প পরিচালক প্রকৌশলী মুশতাক হাবিব প্রমুখ।

এএসএল/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর