বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বৈঠকে কারিগরি শিক্ষার্থীদের অসন্তোষ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

বৈঠকে কারিগরি শিক্ষার্থীদের অসন্তোষ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ ৩ ঘণ্টার বৈঠক শেষে অসন্তোষ প্রকাশ করেছেন ৬ দফা দাবিতে আন্দোলনরত কারিগরির শিক্ষার্থী প্রতিনিধিরা। আলোচনা শেষে দাবিগুলোর ব্যাপারে যৌক্তিক সমাধান হয়নি জানিয়ে আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী বলেন, রেলপথের ব্লকেড কর্মসূচি শিথিল রয়েছে, তবে দ্রুত আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় মুঠোফোনে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


এর আগে, সচিবালয়ে কারিগরি ও মাদরাসার শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে দুপুর ১২টার দিকে অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠকে বসেন ছাত্র প্রতিনিধিরা।

আন্দোলনকারী প্রতিনিধি সূত্রে জানা যায়, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠক চলে টানা তিন ঘণ্টা। বিকেল ৩টায় বৈঠক শেষ হয়।

কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী বলেন, দীর্ঘ আলোচনায় আমাদের দাবিগুলোর ব্যাপারে কোনো যৌক্তিক সমাধান হয়নি। পুরো বৈঠক শেষে আমরা আশাহত হয়েছি। বর্তমানে রেলপথের ব্লকেড কর্মসূচি শিথিল রয়েছে। তবে দ্রুত আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এএসএল/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর