বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

এসএসসি পরীক্ষায় নকল ঠেকাতে মাউশির কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

এসএসসি পরীক্ষায় নকল ঠেকাতে মাউশির কঠোর নির্দেশনা
বৃহস্পতিবার শুরু হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা। (ফাইল ছবি)

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল)। সারাদেশে এবার এই পরীক্ষায় বসবে ১৯ লাখ ২৮ হাজারের বেশি পরীক্ষার্থী। দেশের বৃহত্তম এই পাবলিক পরীক্ষা নকলমুক্তভাবে শেষ করতে মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে চূড়ান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর-মাউশি।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এ সংক্রান্ত এক চিঠি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।


বিজ্ঞাপন


জানা যায়, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত বা তত্ত্বীয় অংশ শেষ হবে ১৩ মে। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। এরপর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১০ এপ্রিল, বৃহস্পতিবার হতে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ১৯ মার্চ একটি স্মারকপত্র পাঠানো হয়। স্মারকপত্রের মর্মানুযায়ী—পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে অধিদফতরের আওতাধীন সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন

এসএসসি পরীক্ষা: প্রশ্নফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান

এদিকে, মন্ত্রণালয়ের ১৯ মার্চের স্মারকপত্রে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন মাউশির অঞ্চলের পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রয়োজনীয় নির্দেশনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


বিজ্ঞাপন


শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী—এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের তিন হাজার ৭৪৯টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এএসএল/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর