বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে ৪টি স্বল্পমেয়াদি কোর্সে ভর্তির সুযোগ

ফিচার প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ পিএম

শেয়ার করুন:

workshop

চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে ২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ কোর্স আয়োজন করে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) চার সপ্তাহ মেয়াদি চারটি স্বল্পমেয়াদি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

কোর্সগুলো হলো-‘৩য় চলচ্চিত্র সম্পাদনা প্রশিক্ষণ পাঠ্যধারা’, ‘৮ম চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্স’, ‘বেসিক ফিল্ম কোর্স’ এবং ‘২য় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’। 


বিজ্ঞাপন


‘৩য় চলচ্চিত্র সম্পাদনা প্রশিক্ষণ পাঠ্যধারা’র আওতায় শট, সিন, সিকোয়েন্স, ফ্রেমিং, বেসিক কালার; হাতে-কলমে সম্পাদনা: সম্পাদনা সফটওয়্যার পরিচিতি, ফটোশপ, স্টোরি বেজড ফিকশন ফিল্ম এডিটিং রাফ লাইন-আপ, রাফ-কাট, ভিজুয়্যাল ইফেক্টস, কম্পোজিটিং, মডেলিং ও থ্রি-ডি অ্যানিমেশন সফটওয়্যার পরিচিতি ও প্রাথমিক ধারণা প্রদান করা হবে| কোর্সটির আবেদনের শেষ তারিখ ৬ এপ্রিল ২০২৫।

‘৮ম চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্স’র আওতায় অভিনয়ের কলাকৌশল, শিল্প নির্দেশনা, অভিনয় পদ্ধতি, তাল ও ছন্দ, স্বর-সাধনা ও শুদ্ধ উচ্চারণ, চিত্রনাট্য পাঠ ও অভিনয়ের ধারাবাহিকতা, চরিত্র বিশ্লেষণ, থিয়েটার-টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়ের তুলনামূলক প্রকরণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্সটির আবেদনের শেষ তারিখ ৭ এপ্রিল ২০২৫।

487298469_1063795465788940_5382678192349372558_n

‘বেসিক ফিল্ম কোর্স’র আওতায় ফিল্ম স্ক্রিন প্লে রাইটিং, ফিল্ম ডিরেকশন, রেকর্ডিং, এডিটিং, সিনেমাটোগ্রাফি, অভিনয়, ভিএফএক্স, ফিল্ম ডিজাইন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সটির আবেদনের শেষ তারিখ ১৬ এপ্রিল ২০২৫।


বিজ্ঞাপন


এছাড়া, ‘২য় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’র মাধ্যমে চলচ্চিত্র শিল্পের বিকাশ, স্বতন্ত্র ভাষা হিসেবে সিনেমার শিল্প প্রকৃতি, অন্যান্য শিল্প মাধ্যম: সাহিত্য, থিয়েটার, চিত্রশিল্প, আলোকচিত্রের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্ক এবং তার ভিত্তিতে বিভিন্ন চলচ্চিত্রের আলোচনা ও বিশ্লেষণ করা হবে। কোর্সটির আবেদনের শেষ তারিখ ১৬ এপ্রিল ২০২৫।

কোর্সসমূহে আবেদনের যোগ্যতা ন্যূনতম এইচএসসি/সমমান পাশ। 

সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯:৩০ থেকে বিকাল ৪:৩০ টা পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করা হবে।

অনলাইনে এই লিংকের মাধ্যমে সরাসরি অথবা বিসিটিআই-এর ওয়েবসাইট(www.bcti.gov.bd) হতে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডপূর্বক পূরণ করে ই-মেইলে ([email protected]) প্রেরণের মাধ্যমে ভর্তি আবেদন সম্পন্ন করা যাবে। 
সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর