শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ঢাবির ভর্তি পরীক্ষা: ঢাকাতেই পরীক্ষার্থী ৫৯ শতাংশ 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২২, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

ঢাবির ভর্তি পরীক্ষা: ঢাকাতেই পরীক্ষার্থী ৫৯ শতাংশ 

গতবারের মতো এবারও ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা৷ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার আয়োজন হলেও শুধু ঢাকাতেই ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৮.৫৭% শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর থেকে পাওয়া তথ্য মতে, এবার ‘ক’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করা এক লাখ ১৫ হাজার ৭২৬ শিক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ৬৬২ জন, ‘খ’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করা ৫৮ হাজার ৫৮৭ জনের মধ্যে ২৭ হাজার ৭৩ জন, ‘গ’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করা ৩০ হাজার ৭১৯ জন, ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করা ৭৮ হাজার ৩৩ জন এবং অনুষ্ঠিতব্য ‘চ’ ইউনিটের পরীক্ষার সাত হাজার ৩৫৬ জনের মধ্যে চার হাজার ৫৯৩ জন শিক্ষার্থী ঢাকায় পরীক্ষায় অংশগ্রহণ করছেন৷ 


বিজ্ঞাপন


যার ফলে দেখা যায়, ‘ক’ ইউনিটের ৫৫%, ‘খ’ ইউনিটের ৪৬.২০%, ‘গ’ ইউনিটের ৬৫.৬৮%, ‘ঘ’ ইউনিটের ৬৩.৫০% ও ‘চ’ ইউনিটের ৬২.৫০% শিক্ষার্থী ঢাকা বিভাগের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করছেন৷ 

ঢাকাতে অধিকাংশ শিক্ষার্থী ভর্তি কোচিং করা, উচ্চ মাধ্যমিকে ঢাকার কলেজগুলোতে ভর্তি হওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা দেওয়ার স্বপ্ন, জেলা থেকে বিভাগীয় শহর ঢাকার তুলনায় দূরবর্তী হওয়া, বিভাগীয় শহরে থাকার জায়গা বা কোনো অভিভাবক না থাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপন বা পরিচিত বড় ভাই-বোন থাকার কারণে অধিকাংশ শিক্ষার্থী ঢাকায় পরীক্ষা দিতে বেশি আগ্রহী হন৷ 

ঢাকা বিভাগের বাইরে থেকে আসা একাধিক শিক্ষার্থীর সাথে কথা হলে এই বিষয়গুলো উঠে আসে৷ 

কুমিল্লা সোনার বাংলা কলেজ থেকে আসা অয়ন ঢাকা মেইলকে বলেন, আমি কুমিল্লায় উদ্ভাসে কোচিং করি, কিন্তু জেলা পর্যায়ে পরীক্ষা না হয়ে বিভাগীয় পর্যায় হওয়ার কারণে আমাদের বিভাগীয় পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে৷ কুমিল্লা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াত ঢাকার চেয়েও অনেক কঠিন ও সময়সাপেক্ষ৷ এছাড়াও চট্টগ্রামে আমার তেমন কোনো আত্মীয়-স্বজন নেই, যাদের কাছে এক রাত থাকতে পারব৷ ঢাকায় বড় আপু, খালা, মামা অনেকেই আছেন, যাদের কাছে থেকে সহজেই পরীক্ষা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ৷ 


বিজ্ঞাপন


খুলনা থেকে আসা আসফিয়া ঢাকা মেইলকে বলেন, খুলনাতে কলেজ থাকলেও ঢাকায় কোচিং করতে চেয়েছিলাম৷ কোচিং করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকবার আসি৷ এইখানের পরিবেশটা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেকটাই আলাদা মনে হয়৷ আমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে পরীক্ষাগুলো দেব৷ কিন্তু গতকাল অনুষ্ঠিত হওয়া ‘ক’ ইউনিটের পরীক্ষাটি বদরুন্নেসা কলেজে দিতে হয়। তবে আজকের ‘ঘ’ ইউনিটের পরীক্ষাটি কলা ভবনে দিতে পেরেছি৷ চান্স পাব বলে আশা করি ইনশাআল্লাহ, তারপরেও না পেলে কিছুটা তো পূরণ হলো৷

তবে বেশির ভাগ শিক্ষার্থী ঢাকায় পরীক্ষা দেওয়ার বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানী ঢাকা মেইলকে বলেন, আমরা শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে তাদের দুটি অপশন দিয়েছি৷ তারা তাদের নিকটবর্তী ও সুবিধাজনক যেখানে মনে করে সেখানেই পরীক্ষায় অংশগ্রহণ করুক৷ তারা তাদের সুবিধা মতো যেটিকে গ্রহণ করবে করুক, এতে আমাদের কোনো আপত্তি নেই৷ 

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো চাপে পড়ছে কি না তা জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জাতির মেধাবী সন্তানদের সেবা দিয়ে যাচ্ছে এবং আনন্দের সাথে সব সময় দিয়ে যাবে৷ এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর কোনো চাপ পড়ছে বলে মনে হয় না৷

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর