শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

ঢাকা কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

loading/img
ঢাকা কলেজ (ফাইল ছবি)

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন আইয়ুব আলী কলোনিতে মোহাম্মদ তাওসিক আবিদ নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে নিউমার্কেট থানা কাঁচাবাজার ইউনিটের বিএনপির সহ-সভাপতি মো. সানির নেতৃত্বে তিন শিক্ষার্থীকে মারধরের পর এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষার্থী নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আহত তাওসিফ আবিদ ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী। তার মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।


বিজ্ঞাপন


মারধরের শিকার হয়েছেন আরেক শিক্ষার্থী মেহেদী হাসানও। তার ফোন ও মানিব্যাগ সানি এবং তার লোকজন ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। 

আহত তাওসিফ আবিদ বলেন, ‘আইয়ুব আলী কলোনির মালিক ভিলায় আমার বন্ধু স্বাধীন থাকেন। তার পার্শ্ববর্তী বিল্ডিংয়ে থুতু ফেলাকে কেন্দ্র করে ৩-৪ জন সাত তলা বরাবর ইট পাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে সাত তলায় উঠে স্বাধীনের বন্ধু সাব্বিরের পেটে লাথি মারে। ইফতারের পর আমরা ৫/৬ জন বন্ধু মীমাংসার জন্য ঘটনাস্থলে উপস্থিত হই। তখন সানি নামে এক ব্যক্তি আমাদের হুমকি দেয়। কেন সাব্বিরকে লাথি মারা হয়েছে আমরা তার কারণ জানতে চাইলে তার (সানি) নেতৃত্বে ৩০/৪০ জন অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করে। সানি কোমর থেকে ছুরি বের করার সময় অনাকাঙ্ক্ষিতভাবে তার গায়ে আঘাত লাগে। এসময় সে রেগে গিয়ে আমাদের ওপর হামলা করে।”

তাওসিফ আরও বলেন, ‘আমার হাতের তালুতে ছুরি দিয়ে আঘাত করে এবং আমাকে লাঠি দিয়ে মাথা ও হাতে আঘাত করে। এছাড়াও বাকি লোকজন আমার শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুষি দিয়ে মারতে মারতে ঢাবি শাহনেওয়াজ হলের কাছাকাছি বটতলার দিকে নিয়ে আসে। এছাড়াও আমার বন্ধু মেহেদির হাতে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং তার ফোন ও মানিব্যাগ নিয়ে যান। তারপর বটতলায় অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা কলেজের কিছু ভাই আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে।’

এসব অভিযোগের বিষয়ে সানির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


জানতে চাইলে নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। অপরাধীদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। অপরাধী যেই হোক তাকে গ্রেফতার করা হবে। অপরাধীদের ধরতে অভিযান চালানো হবে।

এসএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর