সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারে সড়কে অন্যদিনের চেয়ে যানবাহনের চাপ বেশি। অন্যদিকে উত্তরের দিকে দূরপাল্লার বাস চলাচলের বড় স্পট মহাখালীতে সবসময়ই যানজট লেগে থাকে। এরমধ্যে দুপুরের দিকে ঢাকা পলিটেকনিকের কয়েকশো শিক্ষার্থী সড়ক দখল করে আন্দোলন করায় ওই পথে অসহনীয় যানজট তৈরি হয়েছে। ফলে প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া নাগরিকদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের দিকে ডিএমপির গুলশান জোনের ট্রাফিক বিভাগ এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
বেলা পৌনে ১টার দিকে গুলশান জোনের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, এই মুহূর্তে তেজগাঁওয়ের সাতরাস্তায় ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের প্রায় ৩ থেকে ৪শ ছাত্র-ছাত্রী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। যার ফলে মহাখালী হয়ে সাতরাস্তার দিকে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বিষয়টি সকলের অবগতির জন্য জানানো হল।
এর আধাঘণ্টা পর ট্রাফিক সংক্রান্ত তথ্য আদান প্রদান করা ফেসবুকভিত্তিক গ্রুপ ‘ট্রাফিক এলার্ট’ এ একজন পথচারী যানজটের একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ছাত্ররা আন্দোলনের জন্য সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে ফার্মগেট, বিজয় সরণি, বনানী, কাকলী, মহাখালী এই সকল রাস্তায়। বর্তমানে কিছুটা শিথিল করা হয়েছে ঢাকা পলিটেকনিকেলের ছাত্র-ছাত্রীদের আন্দোলন। তাই যান চলাচল এখন একটু স্বাভাবিক হতে শুরু করেছে।
এদিকে ভরদুপুরে কর্মদিবসে সড়ক বন্ধ করে কর্মসূচি পালনকে কেন্দ্র করে অনেকেই দুর্ভোগের মুখে পড়েছেন বলে জানিয়েছেন। ভোগান্তির শিকার নাগরিকরা সড়ক বন্ধ করে এমন আন্দোলন বন্ধে সরকারকে কঠোর হওয়ার অনুরোধ জানাচ্ছেন।
বিজ্ঞাপন
তীব্র যানজটের কারণে লম্বা সময় এক জায়গায় বসে থাকতে হচ্ছে বলেও অনেকে দাবি করছেন ফেসবুকে।
অন্যদিকে মহাখালী- সাতরাস্তার মতো ব্যস্ততম এলাকার মূল সড়কে এমন আন্দোলন হওয়াতে আশপাশেও যানজট ছড়িয়ে পড়েছে।
বিইউ/এএস