যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরায়েলে বর্বর হামলা চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
বুধবার (১৯ মার্চ) ইফতারের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের ভাস্কর্য চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিজ্ঞাপন
মিছিলে শিক্ষার্থীরা, ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো, বিশ্ব মুসলিম ঐক্য গড়ো’, ‘ফিলিস্তিন স্বাধীন করো’ সহ বিভিন্ন স্লোগান দেন। এসময় তাদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ইসরায়েলের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য দেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি আওড়ান। অথচ ফিলিস্তিনের বেলায়, তাদের মানবতা কাজ করে না। তারা সন্ত্রাসী ইসরায়েলকে সর্ব প্রকার সহযোগিতা করে, তাদের এই দ্বিচারিতা বন্ধ করতে হবে।
আরেক শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, তারা আমাদের ভাইদের ওপর কিছুদিন পর পর হামলা করে, ছোট্ট শিশুদের রক্ত ঝরায়, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের সব মুসলমানদের একত্রিত হয়ে, অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিক সহ সকল দিক দিয়ে উন্নতি সাধন করে, সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে।
বিজ্ঞাপন
ইএ