শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

ঐতিহাসিক ধারাবাহিকতায় মাদরাসা শিক্ষার্থীরা সমাজে নানাভাবে ভূমিকা রাখছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

ঐতিহাসিক ধারাবাহিকতায় মাদরাসা শিক্ষার্থীরা সমাজে নানাভাবে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। 

তিনি বলেন, আমাদেরকে গর্বের সঙ্গে মনে রাখতে হবে ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহে মাদরাসার শিক্ষার্থীদের বিরাট ভূমিকা ছিল। সমাজে অন্যান্য মানুষের মতো মাদরাসা শিক্ষার্থীদের বিরাট ভূমিকা আছে, ঐতিহাসিক ধারাবাহিকতায় মাদরাসা শিক্ষার্থীরা নানাভাবে ভূমিকা রাখছে।’


বিজ্ঞাপন


বুধবার (১৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে মাদরাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি।

মাদরাসা শিক্ষার অবদানের কথা উল্লেখ করে সি আর আবরার আরও বলেন, মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা যেন বৃদ্ধি পায় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মাদরাসা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা নেওয়ার বিষয়েও আন্তরিক থাকতে হবে।

তিনি বলেন, ন্যায়নিষ্ঠ, আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। আর শিক্ষার মূল মন্ত্রই হোক মানবিকতা।

তিনি আরও বলেন, মাদরাসায় কোনো অপরাধ হলে সেগুলোর সাজা নিশ্চিত করতে হবে। মাদরাসা শিক্ষার্থীদের সমাজ জীবনের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তৈরি করতে হবে বিজ্ঞানভিত্তিক শিক্ষা।


বিজ্ঞাপন


চৌধুরী রফিকুল আবরার বলেন, শুধু লুটপাট নয়, নানাভাবে শিক্ষাখাতকে ক্ষতিগ্রস্ত করেছে আওয়ামী সরকার। সংকট কাটিয়ে সুশাসন প্রতিষ্ঠা এবং সংস্কারে মনোযোগী হবে অন্তর্বর্তী সরকার।

আওয়ামী সরকারের অপসাশসনের উদাহরণ টেনে তিনি বলেন, অতীতে পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল এবং নানাভাবে হেয় করা হয়েছে। এই ঢাকা শহরে কীভাবে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেটি আমরা দেখেছি, এসব নাটকের যারা পৃষ্ঠপোষক ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, যারা এ কাজে জড়িত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যেকোনো পেশায়ই খারাপ লোক থাকতে পারে, তাই বলে সবাইকে খারাপ বলা যাবে না।

তিনি আরও বলেন, লুটপাটের কারণে বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত এবং প্রকৃত উন্নয়ন ব্যাহত হয়েছে। আবার আমরা সুযোগ পেয়েছি নতুন করে চিন্তা ভাবনা করার এবং ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছি। প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে, এটাও মনে রাখতে হবে।

‘জনগণের টাকায় শিক্ষাপ্রতিষ্ঠান চলছে। মেধা, যোগ্যতা, সময় আর সুযোগের সৎ ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের দায়িত্ব কী এবং শিক্ষকদের দায়িত্ব কী, আমরা কীভাবে সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারি, এটা নিয়ে আলোচনা করা প্রয়োজন।’

এসএইচ/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর