সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

১০ এপ্রিলের মধ্যে জকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০৮:৫২ পিএম

শেয়ার করুন:

loading/img
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের স্মারকলিপি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রস্তুত ও তফসিল ঘোষণার দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা।

রোববার (১৬ মার্চ) সকালে ৩টি দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক নূর নবী, সংগঠক ফয়সাল মুরাদ, যুগ্ম সদস্য সচিব কিশোয়ার সাম্য।


বিজ্ঞাপন


স্মারকলিপির ৩টি দাবিতে উল্লেখ করা হয়, আগামী এপ্রিল মাসের ১ম সপ্তাহে নির্বাচন কমিশন গঠন করে জকসু নির্বাচনের কার্যক্রম শুরু করতে হবে, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য ভোটার তালিকা প্রস্তুত করতে হবে, আগামী ১০ এপ্রিলের মধ্যে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

তারা আরও উল্লেখ করেন, পরিবর্তনের ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠন একসাথে কাজ করে যাচ্ছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের আয়োজন করা সময়োপযোগী ও প্রয়োজনীয় হয়ে উঠেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবদিক থেকে বঞ্চিত উল্লেখ করে নেতারা বলেন, কলেজ আমলে ছাত্র সংসদ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২০ বছরেও জকসু নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা তাদের সাংগঠনিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থি।

প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর