সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

জবির লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ারের ইফতার মাহফিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১০:০৪ এএম

শেয়ার করুন:

loading/img

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রাজধানীর ওয়ারীর ওয়েস্টার্ন গার্ডেন রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) আয়োজিত এই ইফতার মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত লক্ষ্মীপুর জেলার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে রাব্বি ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিফাত চৌধুরীর সজলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত, লক্ষ্মীপুর সোসাইটি ঢাকার চেয়ারম্যান কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ আলম, ঢাকা জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুমন মনির, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাইফুদ্দিন পাটোয়ারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রবিউল আলম, অ্যাসোসিয়নের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আব্দুল কাদেরসহ লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।


বিজ্ঞাপন


ইফতার মাহফিলে ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাবিং করার পাশাপাশি একাডেমিক রেজাল্টের ওপর গুরুত্ব দিতে হবে। কারণ বিশ্ববিদ্যালয় হল মেধা চর্চার জায়গা। আগামীর বাংলাদেশ গড়তে হলে মেধার বিকল্প নেই।

ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, একজন শিক্ষার্থী হিসেবে আমাদের প্রধান কাজ হবে ভালোভাবে পড়াশোনা করা। ভালো পড়াশোনার মাধ্যমে আপনারা সবাই আগামীর বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এটাই প্রত্যাশা। আপনাদের সবার যেকোনো সহায়তায় আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ।

লক্ষ্মীপুর সোসাইটি ঢাকার চেয়ারম্যান জনাব কামরুল হাসান বলেন, ঢাকাস্থ সব লক্ষ্মীপুরিয়ানদের পাশে সবসময় থাকবে লক্ষ্মীপুর সোসাইটি ঢাকা। আপনারা মেধাবী শিক্ষার্থীরা নিজ গুণে নিজেদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং লক্ষ্মীপুরের নাম উজ্জ্বল করবেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ বলেন, বহুদিন পরে আমাদের সিনিয়রদের সহযোগিতায় এই অ্যাসোসিয়েশন নিজের প্রাণ ফিরে পেয়েছে। বর্তমানে যেভাবে আমরা জবিস্থ সব লক্ষ্মীপুরিয়ানদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আগামীতেও সেটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


বিজ্ঞাপন


অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিফাত চৌধুরীর সজল বলেন, আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে সাফল্যমণ্ডিত করার জন্য সকল মেহমান এবং শিক্ষার্থীদের আমাদের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা আগামীতেও যেকোনো প্রয়োজনে আমাদের পাশে থাকবেন।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর