শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ঢাকা

জবি ছাত্রীকে শারীরিক হেনস্থা, রিকশাচালক আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ০৮:৪৪ এএম

শেয়ার করুন:

loading/img

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্থার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক রিকশাচালককে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বাহাদুর শাহ পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী।


বিজ্ঞাপন


এ ঘটনায় অভিযুক্ত রিকশাচালককে আটক করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তাকে প্রক্টর অফিসে নেওয়া হলে অভিযুক্ত ওই রিকশাচালককে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদনও করেন ভুক্তভোগী শিক্ষার্থী। আবেদনে শিক্ষার্থী লেখেন, আমি ফার্মেসী থেকে ফেরার পথে বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকায় এক রিকশাচালক আমাকে শারীরিকভাবে হেনস্থা করে। পরবর্তীতে আমি আমার সহপাঠীদের সহায়তায় তাকে প্রক্টর অফিসে নিয়ে আসি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা রেখে এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমার বিনীত আবেদন রইলো।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছে। শিক্ষার্থীরা ওই রিকশাচালককে প্রক্টর অফিসে নিয়ে এসেছিল। পরবর্তীতে অভিযুক্ত রিকশাচালককে পুলিশে সোপর্দ করা হয়েছে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন