শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ও শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে শিক্ষকরা রাস্তায় বসে পড়লে দীর্ঘ যানজট তৈরি হয় পুরাতন পল্টন রোডে।

রাস্তা থেকে শিক্ষকদের সরাতে পুলিশ আবার চড়াও হয়। প্রায় আধাঘণ্টা পর শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আহ্বান করলে অবরোধ শেষ হয়। শিক্ষকরা আবার তাদের পূর্বের জায়গায় গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।


বিজ্ঞাপন


এসময় মিছিলে শিক্ষকরা ‘দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও চাই’; ‘এক দেশে দুই নীতি, মানি না মানব না’; ‘এমপিও ছাড়া, ঘরে ফিরব না’; ‘ভাত দে, না হলে বিষ দে’; ‘এমপিও না দিলে, প্রেসক্লাব ছাড়ব না’; ‘এমপিও না দিলে, সচিবালয় ছাড়ব না’ প্রভৃতি স্লোগান দেন।

অধ্যক্ষ ও শিক্ষক নেতা সেলিম মিয়া বলেন, আলোচনায় ইতিবাচক সাড়া পেলে আমরা আন্দোলন প্রত্যাহার করবো। আর সেটি না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিব।

মিছিলে প্রায় এক হাজার শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়া তারা গত ২৩ ফেব্রুয়ারি থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এসএল/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর