ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট’স ওয়েবের ইফতার মাহফিল ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দক্ষিণের জনপদ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে। পাশাপাশি এই জনপদ থেকে উঠে আসছে নতুন নেতৃত্ব। কেউ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করছেন। কেউ হয়তো জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখছেন, অনেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করছেন।
তারা বলেন, আগামী দিনে পুরো বাংলাদেশে নেতৃত্ব দেব দিতে হবে সেই মানসিকতার বীজ হৃদয়ে বপন করতে হবে। সেভাবে নতুন প্রজন্মকে নিজেদের গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, সরকার ও দেশ অপেক্ষা করছে জ্ঞানভিত্তিক জনশক্তির জন্য। প্রতিযোগিতামূলক বিশ্বকে বাংলাদেশকে নতুন করে দেখিয়ে দেবে আমরা পারি। আর এটা করে দেখাবে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট ওয়েবের সদস্যরা।
অনুষ্ঠানকে মির্জাগঞ্জের কৃতি সন্তানদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত আবু জাফর, অতিরিক্ত সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া, বাংলাদেশ পুলিশের ডিআইজি রুহুল আমিন শিপার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর শিকদার, অ্যাডভোকেট মো. আবদুস সালাম খান, ড. আলমগীর হোসাইন, বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সি আবদুর রউফের শিক্ষক নুরুল আমিন, বিএসএমএমইউর শিশু সার্জারি বিভাগের চিকিৎসক ডা. নজরুল ইসলাম আকাশ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নেতা ও বিএসএমএমইউ'র চিকিৎসক ডা. সাইফুল আজম রনজু, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কামরুল ইসলাম শামীম, সিনিয়র সহকারী সচিব মো. মোশারেফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বিজ্ঞাপন
পরে মির্জাগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিইউ/জেবি