শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ধর্ষণের প্রতিবাদে ঢাকা কলেজে ধর্ষকের কুশপুত্তলিকায় পাথর নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ০৮:২৬ পিএম

শেয়ার করুন:

ধর্ষণের প্রতিবাদে ঢাকা কলেজে ধর্ষকের কুশপুত্তলিকায় পাথর নিক্ষেপ

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ধর্ষকের কুশপুত্তলিকায় পাথর নিক্ষেপ করেছে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা অতি দ্রুত সময়ের মধ্যে শিশু আছিয়ার ধর্ষণের বিচার বাস্তবায়নের দাবি জানান।

রোববার (৯ মার্চ) বিকাল ৫টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় মাঠে এ কর্মসূচি বাস্তবায়ন করে শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী মো. ইমরান বলেন, ধর্ষকের স্থায়ী শাস্তি পাথর নিক্ষেপ করে মেরে ফেলা। যদি বাংলাদেশের সংবিধানে এই বিধান কার্যকর করা যায় তাহলে কেউ ধর্ষণ করার দুঃসাহস পাবে না।

ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের আরেক শিক্ষার্থী হাবিবুর রহমান সাকিব বলেন, বাংলাদেশে ধর্ষণের যে শাস্তি ব্যবস্থা তা ধর্ষকের জন্য যথেষ্ট নয়। ধর্ষণ করার মতো কেউ যেন দুঃসাহস দেখাতে না পারে, সে রকম বিধান নিশ্চিত করা। ধর্ষককে শাস্তিস্বরূপ জনসম্মুখে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা যেন জনমনে ভয় সৃষ্টি হয় এবং বাংলাদেশে আর কোনো আছিয়া যেন ধর্ষণের শিকার না হয়।

এই শিক্ষার্থী আরও বলেন, আছিয়ার ধর্ষণের যে বিচারকার্য করা হচ্ছে তা করতে অতি দীর্ঘ সময় নিয়েছে আদালত। এই দীর্ঘ সময়ের কারণে ধর্ষকরা ছাড় পেয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে।

এসএইচ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর