শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ধর্ষণ-নিপীড়ন বন্ধে জবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

ধর্ষণ-নিপীড়ন বন্ধে জবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ

সারাদেশে নারীদের অব্যাহত ধর্ষণ-নিপীড়ন বন্ধ করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘গণঅভ্যুত্থানে নারী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। 


বিজ্ঞাপন


বিক্ষোভ কর্মসূচিতে নারী নিপীড়ন বন্ধে বিভিন্ন স্লোগান দেন সমাজতান্ত্রিক ছাত্রফন্ট্রের নেতাকর্মীরা। এসময় বিক্ষোভকারীদের হাতে নিপীড়ন-ধর্ষণ বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

বিক্ষোভে অংশ নেওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাদিয়া আক্তার বলেন, প্রতিবছর নারী দিবস আসে আর যায় অথচ নারীদের প্রতি অব্যাহত নিপীড়ন, ধর্ষণ, হামলা কোনটিই বন্ধ হয় না। গত কিছুদিন ধরে এটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আজকে নারী দিবস থেকে আমরা এই বার্তা দিতে চাই যে, নারীর প্রতি কোনো প্রকার নিপীড়ন সহ্য করা হবে না। সকল ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভান তাহসীভ বলেন, একটি বড় গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার হটিয়েছি। আমরা একটি নিরাপদ ও সুন্দর দেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু গত কয়েকদিনের অব্যাহত ধর্ষণের ঘটনায় আমাদের আশা ভঙ্গ হয়েছে। সরকারের প্রতি আবেদন, অবিলম্বে ধর্ষকদের বিচারের আওতায় এনে দেশে সুশাসন আর নিরাপত্তা নিশ্চিত করুন।

প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর